বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহম্মদপুরে শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মহম্মদপুরে শতবর্ষী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত 

মাগুরার মহম্মদপুরে শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিবছর বাংলা মাসের-২৮ পৌষ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ বার্ষিক এ মেলার আয়োজন করে মেলা কমিটি।

আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য রাস্তার দুপাশে মেলা মাঠের আশপাশ দিয়ে মানুষের ভিড় বাড়তে থাকে। এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। দুপুরে স্থানীয় কানাবীল থেকে এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় শুরু হয় এবং হবের পোল এলাকায় এসে শেষ হয়। 

সব শেষে মেলা কমিটির পক্ষ থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ বিষয়ে মেলা কমিটির সভাপতি খান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন, বড়রিয়ার এই ঐতিহ্যবাহী মেলা এবার প্রশাসন দুদিনের অনুমতি দিয়েছেন। কমিটির পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

টিএইচ